শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

ওয়াইফাই হটস্পট, আমাদের পোড়া কপাল এবং দাওয়াই



আমরা কম বেশি সবাই ওয়াইফাই হটস্পট ব্যবহার করে র্পিসি থেকে ফোন এ বা অন্য পিসিতে ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু উইন্ডোজ ব্যবহারকারিদের জন্য দুঃখের বিষয় হল আমরা সবাই কানেক্টিফাই এর পিছনে ছুটি। কিন্তু কানেক্টিফাই এর মত ফালতু এপ আমি কমই দেখেছি। কারণ এর পেচ বা মড সবই ঝামেলা করে। কাজ করে না। কাজ করলেও কয়েক দিন পর আপডেট নেয় অটোমেটিক। আর কোনো সতর্ক ব্যবহারকারি অটো আপডেট বন্ধ করে দিলে বলে হয় আপডেট কর না হলে তোমার সাথে আড়ি।

দাওয়াইঃ

মামাকে অনেক গুতানোর পর সে ‘১৬০ওয়াই-ফাই’ নামক দাওয়াই দিল। কিছুই করি নাই। শুধু ডাউনলোড দিসি আর ইনস্টল দিসি। কসম খেয়ে বলছি, আর কিছুই করি নাই। আর যদি কারো ড্রাইভারে কোনো সমস্যা থাকে তা হলেও সে ড্রাইভার খুঁজে দিবে। কারো যদি এর সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে ওর ওয়েব সাইট ১৬০ওয়াইফাই তো আছেই।


ফিচারঃ
  • পুরাই মাগনা। মানে এপ ইন্সটল দেওয়ার আগে বা পরে কোনো ডলার ডলার নাই। কোনো অ্যাড নাই। পুরা এপটাই ব্যবহার করা যায়।
  • ওয়্যারলেস এডাপটার ড্রাইভার ঠিক থাকলে '১ ক্লিক' ফিচার কি জিনিস তা এই এপে বোঝা যায়।
  • কম্পিউটারকে একটি ওয়াইফাই ওয়্যারলেস হটস্পট পয়েন্ট বানিয়ে দেয়।
  • সকল ওয়াইফাই যুক্ত মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট পিসি ইত্যাদি এর সাথে ইন্টারনেট ভাগ করা যায়।
  • স্ট্যান্ডার্ড ডব্লিউপিএ২ পিএসকে পাসওয়ার্ড ওয়াইফাই হটস্পট কে সুরক্ষিত রাখে।
  • ডাটার অপচয় কমায় এবং টাকা বাঁচায়।
  • নেটওয়্যার্কের স্পিড ঠিক করে দেওয়া যায়।
  • উইন্ডোজ ১০, ৮.১, ৮, ৭, এক্সপি, ভিসতা সবার সাথেই ভালো কাজ করে।
  • ব্যবহার সহজ আর বেশি গুতাগুতির প্রয়োজন নাই।

ডাউনলোডঃ
এই এপ টি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে ।



বিঃদ্রঃ কোনো সমস্যা হলে মন্তব্য করার জন্য লজ্জা পাওয়ার কোনো কারন নাই।


৬টি মন্তব্য: